ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

টেনিস

কাবাডি আর ব্যাডমিন্টনে হতাশার দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৯, ডিসেম্বর ৬, ২০১৯
কাবাডি আর ব্যাডমিন্টনে হতাশার দিন কাবাডি আর ব্যাডমিন্টনে হতাশার দিন

১৩তম এসএ গেমসের পঞ্চম দিনের ইভেন্ট শেষ। ক্রিকেটে মেয়েরা রেকর্ড গড়ে জয় তুলে নিয়েছে। মালদ্বীপকে মাত্র ৬ রানে অলআউট করে সালমা খাতুনের দলটি। নিগার সুলতানা আর ফারজানা হকের দুই অপরাজিত সেঞ্চুরির পর ২৪৯ রানে জেতে টাইগ্রেসরা।

পঞ্চম দিন কোনো স্বর্ণ না জিতলেও বাংলাদেশ জিতেছে পাঁচটি রৌপ্য পদক। তবে, জয় আসেনি ছেলে ও মেয়েদের কাবাডিতে।

সেমিতে উঠলেও জয় পাওয়া হয়নি মিক্সড ডাবলসের ব্যাডমিন্টনে।

কাবাডির ফলাফল:
ছেলেদের বিভাগে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৩৭-২১ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। মেয়েদের বিভাগে ভারতের কাছে ৪৭-১৬ পয়েন্টে হেরেছে বাংলাদেশ।

ব্যাডমিন্টনের ফলাফল: 
মিক্সড ডাবলসের সেমি-ফাইনালে শ্রীলঙ্কার কাছে সালমান খান-ইশরাত জাহান উর্মি জুটি ১৩-২১, ৯-২১ ব্যবধানে হারে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ