ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

টেনিস

শিরোপা থেকে একটি জয় দূরে ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৬, আগস্ট ১৩, ২০১৭
শিরোপা থেকে একটি জয় দূরে ফেদেরার ছবি: সংগৃহীত

ইউএস ওপেনের প্রস্তুতিতে ট্রফি ভিন্ন কিছুই ভাবছেন না ৩৬-এ পা রাখা রজার ফেদেরার। দুর্দান্ত ফর্ম ধরে রেখে আরেকটি শিরোপার দ্বারপ্রান্তে সুইস টেনিস আইকন। সরাসরি সেটের জয়ে রজার্স কাপের (কানাডিয়ান ওপেন) ফাইনালে উঠে গেছেন গত মাসের উইম্বলডন জয়ী।

রজার্স কাপে নিজের তৃতীয় শিরোপায় চোখ রাখছেন ফেদেরার। নেদারল্যান্ডসের রবিন হাসেকে ৬-৩, ৭-৬ (৭-৫) গেমে হারিয়ে কোর্ট ছাড়েন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

ফাইনালের প্রতিপক্ষ জার্মান তরুণ আলেক্সান্ডার জারেভ। যিনি তৃতীয় রাউন্ড থেকে রাফায়েল নাদালকে বিদায় করা উদীয়মান কানাডিয়ান ডেনিস শাপোভালোভের বিপক্ষে ৬-৪, ৭-৫ গেমে সেমির বাধা পার করেন।

.মন্ট্রিলে রোববার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় ফেদেরার-ভারেভ শিরোপা নির্ধারণী ম্যাচটি কোর্টে গড়াবে। অন্যদিকে, টরন্টোতে ক্যারোলিন ওজনিয়াকি ও ইলিনা ভিতোলিনার মধ্যকার নারী এককের ফাইনাল শুরু রাত সাড়ে ১১টায়।

প্রসঙ্গত, রজার্স কাপ শেষে যুক্তরাষ্ট্রে ইউএস ওপেনের প্রস্তুতি ইভেন্ট সিনসিনাটি মাস্টার্স (ওয়েস্টার্ন এন্ড সাউদার্ন ওপেন) শুরু হবে ১৪ আগস্ট থেকে। বছরের চতুর্থ ও শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের পর্দা উঠবে ২৮ আগস্ট।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ১৩ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ