ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

টেনিস

দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ-ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০২, জুলাই ৫, ২০১৭
দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ-ফেদেরার নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার/ছবি: সংগৃহীত

উইম্বলডন চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ দু’জনের প্রতিদ্বন্দ্বীই ইনজুরির কারণে ম্যাচ চলাকালীন অবসর নেন। তার আগ পর্যন্ত চালকের আসনে ছিলেন দুই সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

প্রথম সেটে ৬-৩ গেমের জয় তুলে নেন ফেদেরার। দ্বিতীয় সেটে ৩-০ গেমে পিছিয়ে থাকা অবস্থায় অ্যাঙ্কেল (গোড়ালি) ইনজুরি আক্রান্ত হয়ে কোর্ট ছাড়েন ইউক্রেনের আলেক্সান্ডার ডোলগোপোলোভ।

ফেদেরারের মতোই প্রথম সেটে ৬-৩ গেমের জয় পান জোকোভিচ। দ্বিতীয় সেটে ২-০ গেমে এগিয়ে থাকার পর প্রতিপক্ষ স্লোভাকিয়ান মার্টিন ক্লিজান পায়ের সমস্যা নিয়ে সরে দাঁড়ান।

দ্বিতীয় রাউন্ডে ফেদেরারের সামনে সার্বিয়ান দুসান লাজোভিক। জোকোভিচের মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের তরুণ খেলোয়াড় অ্যাডাম পাভলাসেক।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, ৫ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ