ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

টেনিস

নিশিকোরিকে হারিয়ে মিয়ামি জিতলেন জোকোভিচ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৩, এপ্রিল ৪, ২০১৬
নিশিকোরিকে হারিয়ে মিয়ামি জিতলেন জোকোভিচ

ঢাকা: শিরোপা জিতেই ছাড়লেন নোভাক জোকোভিচ। মিয়ামি ওপেনে পুরুষ এককের ফাইনালে কেই নিশিকোরিকে সরাসরি সেটে হারিয়ে ট্রফি উদযাপন করলেন টেনিস বিশ্বের শীর্ষ এই তারকা।

পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন জোকোভিচ। আর শিরোপা নির্ধারণী ম্যাচে জাপানের নিশিকোরিকে ৬-৩ ও ৬-৩ সেটে হারিয়ে জয় নিশ্চিত করেন সার্বিয়ান তারকা।

এ জয়ের ফলে নতুন একটি রেকর্ডও গড়লেন জোকোভিচ। টেনিসের প্রথম কোন তারকা হিসেবে ১০০ মিলিয়ন ডলার আয় করলেন তিনি। এর আগে এই তালিকা সর্বোচ্চ আয়কারী খেলোয়াড় হিসেবে ছিলেন সাবেক নাম্বার ওয়ান রজার ফেদেরার।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ০৪ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ