ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

দ্বিতীয়বার ভুল করতে চান না মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
দ্বিতীয়বার ভুল করতে চান না মাহমুদউল্লাহ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। ওমানের আল আমেরাত স্টেডিয়ামে ৬ রানে হেরে যায় মাহমুদউল্লাহরা।

এ ম্যাচে বাংলাদেশের পরাজয়ের কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাকেই দেখা হচ্ছে। যদিও প্রতিপক্ষ বাজে পরিস্থিতি থেকে উঠে এসেও দারুণ লড়াই করেই জিতে নিয়েছে। তবে এই ম্যাচের ভুলগুলো ভবিষ্যতে আর করতে চান না টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘উইকেট খুব ভালো ছিল। ১৪০ এই উইকেটে তাড়া করা কঠিন কিছু না। আমরা মাঝে কোনো একটি ওভারকে বড় লক্ষ্য বানাতে পারিনি। বোলাররা খুবই ভালো করেছে, তবে ব্যাটিংটা সেরা দিতে পারেনি। ’

প্রতিপক্ষের প্রতি সম্মান জানিয়ে তিনি আরও বলেন, ‘তাদের ব্যাটাররা অবশ্যই ক্রেডিট পাবে। তারা খুব ভালোভাবে শেষ করেছে। তবে আমরা এখনও ইতিবাচক এবং বের করবো কোথায় ভুল করেছি ও এসব ভুল যাতে আর না হয় সেই চেষ্টা থাকবে। ’

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ