ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

খাগড়াছড়ি প্রমিলা ফুটবল টুর্নামেন্ট শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
খাগড়াছড়ি প্রমিলা ফুটবল টুর্নামেন্ট শুরু

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট ২০২২ শুরু হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আর্থিক সহায়তায়, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থায় ব্যবস্থাপনায় খাগড়াছড়ি স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

টুর্নামেন্টে নক আউট পদ্ধতিকে নয় উপজেলা ক্রীড়া সংস্থা ও খাগড়াছড়ি পৌরসভাসহ দশটি প্রমিলা ফুটবল দল অংশগ্রহণ করবে।

উদ্বোধনী দিনে খাগড়াছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সঙ্গে মাটিরাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থা অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় খাগড়াছড়ি উপজেলা ক্রীড়া সংস্থাকে ২-১ গোলে হারিয়ে লাভ করে মাটিরাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থা।  

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম বাতেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নুরুল আজম।

এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ জেনিয়া চাকমা।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।