ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

খেলা

চতুর্থ রাউন্ডে গানাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৩, জানুয়ারি ১০, ২০১৬
চতুর্থ রাউন্ডে গানাররা ছবি: সংগৃহীত

ঢাকা: এফএ কাপের তৃতীয় রাউন্ডে জয় পেয়েছে আর্সেনাল। আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে সান্দারল্যান্ডকে।



গানারদের জয় পাইয়ে দিতে গোল করেন জোয়েল ক্যাম্পবেল, অ্যারন রামসে আর অলিভার জিরুদ। লিন্সের একমাত্র গোলে ব্যবধান কিছুটা কমে সান্দারল্যান্ডের।

ম্যাচের ১৭ মিনিটে আর্সেনাল গোলরক্ষক পিতর চেককে ফাঁকি দিয়ে প্রথম লিড নেয় সান্দারল্যান্ড। সতীর্থ গিবসের ব্যাক পাসে গোল আদায় করে নেন লিন্স। তবে, বেশিক্ষণ অতিথিদের লিড ধরে রাখতে দেননি ক্যাম্পবেল। থিও ওয়ালকটের অ্যাসিস্ট থেকে দলকে সমতায় ফেরান এই গানার তারকা।

সমতা নিয়ে বিরতিতে যাওয়া আর্সেনাল দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে। ম্যাচের ৭২ মিনিটে বেলেরিনের অ্যাসিস্ট থেকে গোল করেন রামসে। আর একই যোগানদাতার দারুণ পারফর্মে ৭৫ মিনিটে গোল করেন জিরুদ।

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, ১০ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।