ঢাকা, শুক্রবার, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জুন ২০২৪, ২৯ জিলকদ ১৪৪৫

খেলা

তেভেজকে টপকে সানচেজ বর্ষসেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
তেভেজকে টপকে সানচেজ বর্ষসেরা ছবি: সংগৃহীত

ঢাকা: সাউথ আমেরিকান ফুটবলের বর্ষসেরা (২০১৫) নির্বাচিত হয়েছেন উরুগুয়ের তারকা মিডফিল্ডার কার্লোস সানচেজ। বর্ষসেরা হতে এ উরুগুইয়ান পেছনে ফেলেছেন আর্জেন্টাইন সুপারস্টার কার্লোস তেভেজকে।



৩১ বছর বয়সী সানচেজ আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেটের হয়ে গত মৌসুমে জিতেছেন কোপা লিবারটাডোরেস শিরোপা। এছাড়াও তার দারুণ পারফর্মে রিকোপা সুদামেরিকানা, সুরুগা ব্যাংক চ্যাম্পিয়নশিপ জিতেছে ক্লাবটি।

সাউথ আমেরিকান ফুটবলের ক্রীড়া সাংবাদকিদের ভোটে বর্ষসেরা নির্বাচিত হন সানচেজ। ১৮২ ভোটের ১২১টিই নিজের দখলে নেন ইংলিশ প্রিমিয়ারের দল লিভারপুলের হয়ে ১০৭ ম্যাচ খেলা সানচেজ।

রিভারপ্লেটের হয়ে ৯৩ ম্যাচ খেলা সানচেজ ১৯৯৫ সালে সাউথ আমেরিকান ফুটবলের বর্ষসেরা পুরস্কার পাওয়া উরুগুয়ের ফুটবল কিংবদন্তি এনজো ফ্রান্সেসকোর পর দেশটির ফুটবলার হিসেবে এ পুরস্কার পেলেন। ২০০৩ ও ২০০৫ সালে পুরস্কারটি নিজের থলিতে জমান তেভেজ।

গত বছরের নভেম্বরে আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেট ছেড়ে সানচেজ মেক্সিকান ক্লাব মন্টেরির হয়ে নাম লিখিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ০১ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।