ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

নাটোরে বসুন্ধরা শুভসংঘের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৯, জুলাই ৫, ২০২৫
নাটোরে বসুন্ধরা শুভসংঘের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ  দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ 

তরুণদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (৫ জুলাই) জেলা শাখার আয়োজিত এই প্রশিক্ষণে কমিটির ২১ জন সদস্য অংশগ্রহণ করেন।

 

বসুন্ধরা শুভসংঘ একটি সামাজিক সংগঠন হিসেবে দেশজুড়ে তরুণদের অংশগ্রহণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে। সাংগঠনিকভাবে সংগঠনের সদস্যদের দক্ষতা ও নেতৃত্বগুণ উন্নয়নে এই প্রশিক্ষণের আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ।  

প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যাপক সুবীধ কুমার মৈত্র অলক এবং  দীঘাপতিয়া এম কে কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। তারা সংগঠনের কার্যক্রম সফলভাবে পরিচালনা, দলগত সমন্বয় এবং সামাজিক উদ্যোগে তরুণদের ভূমিকা সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনা দেন।  

বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ প্রশিক্ষণ আমাদের সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও সংগঠনের গতিশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাধারণ সম্পাদক সুষ্ময় দাস সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, তরুণদের সমন্বিত উদ্যোগে আমরা নাটোর জেলায় সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে চাই।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা কমিটির সদস্যবৃন্দ রাশেদা খাতুন, বর্ষা খাতুন, আসলাম, শিশির কুমার দাস, রায়হান, আরিফ, চাঁদ, আলামিন, সোহানুর হোসেন, আসিফ মাহমুদ, জাহিদ হোসেন ও আল-আমিন প্রমুখ।  

প্রশিক্ষণ শেষে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই প্রশিক্ষণ সদস্যদের পেশাগত ও সামাজিক কর্মকাণ্ডে আরও দক্ষ করে তুলবে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।