ঢাকা: বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা হয়েছে। সভায় বসুন্ধরা শুভসংঘ ঢাবি শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি পর্ব শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিনামূল্যে গাইডলাইন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঢাবি শাখার আহ্বায়ক মো. আমিনুর রহমান, সদস্য সচিব রুহানি খাতুন, আহ্বায়ক কমিটির সদস্য নাসিফুর রহমান, আব্দুল মমিন, শিরিন আক্তার, প্রিয়া আক্তারসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরা শুভসংঘের প্রায় তিন শতাধিক শুভার্থী।
এছাড়া উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শামীম আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ মোহাম্মদ হাসিবুর রহমান, কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি তাহমিদ আরেফিন সাজিদ।
বিভিন্ন হল শাখার প্রতিনিধিদের মধ্যে ছিলেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার মেহেদী হাসান ও শাকিল হাসান, মুহসিন হক হল শাখার আলী আজগর ও রাব্বি হাসান, জিয়াউর রহমান হল শাখার আজিজুল হাকিম, জসীমউদ্দীন হল শাখার হানিফ আলী, শেখ মুজিবুর রহমান হল শাখার জুয়েল মিয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার শারমিন আক্তার, ৭১ হল শাখার ফরহাদ হোসেন ও আশরাফ হোসেন রিয়াদ হোসেন, রোকেয়া হল শাখার শিরিন আক্তার, শামসুন্নাহার হল শাখার নুসরাত ঐশী ঋতু, অত্রি ভট্টাচার্য হিয়া, সুফিয়া কামাল হল শাখার রিমা আক্তার এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখার শরিফা আক্তার।
বসুন্ধরা শুভসংঘ ঢাবি শাখার সদস্য ফাইজা তারিন, মোশারফ হোসেন, হাবিবুর রহমান, সুফি, জনি সোম, আশিকুর রহমান, রাফি, মুরাদ, রিপন, অরিত্রা, হাবিবুল্লাহ রহমান, তাকদিমুল হাসান এবং বসুন্ধরা শুভসংঘ গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স শাখার সভাপতি মুসলেমেনা সুলতানা ও সাধারণ সম্পাদক লাবণ্য মল্লিকও সভায় উপস্থিত ছিলেন।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. আমিনুর রহমান বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষার্থীদের জন্য সহযোগিতার হাত বাড়ানো। এবারের মতবিনিময় সভা থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি, যা উচ্চশিক্ষার স্বপ্ন দেখা হাজার হাজার শিক্ষার্থীর জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। এইচএসসি পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া শিক্ষার্থীদের জন্য একটি চ্যালেঞ্জিং সময়। সঠিক দিকনির্দেশনার অভাবে অনেক শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। আমরা বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিনামূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় গাইডলাইন এবং পরামর্শ দেব। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার প্রস্তুতি, বিষয় নির্বাচন এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা পাবে। আমরা বিশ্বাস করি, এ উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের স্বপ্ন পূরণে সহায়ক হবে।
সদস্য সচিব রুহানি খাতুন তার বক্তব্যে বলেন, বসুন্ধরা শুভসংঘ সব সময় মানবকল্যাণে নিবেদিত। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পেরে গর্বিত। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। অনেক সময় সঠিক তথ্যের অভাবে শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়। আমরা চেষ্টা করব অভিজ্ঞ মেন্টরদের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি সঠিক দিকনির্দেশনামূলক কর্মশালা আয়োজন করতে, যেখানে তারা তাদের সব জিজ্ঞাসা তুলে ধরতে পারবে এবং অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিতে পারবে। আমাদের এ উদ্যোগ শুধু গাইডলাইন দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং আমরা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা ও সাহস যোগানোর কাজও করব।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ফাইজা তারিন বলেন, বসুন্ধরা শুভসংঘের মহৎ উদ্যোগের অংশ হতে পেরে আমি আনন্দিত।
এসআই