ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শেয়ারবাজার

ইস্টার্ন ইন্স্যুরেন্সের তিন পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
ইস্টার্ন ইন্স্যুরেন্সের তিন পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান  ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেডের তিন পরিচালক ২৮ লাখ ২৫ হাজার শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,উদ্যোক্তা পরিচালক মেজর (অব) আব্দুল মান্নানের কাছে ২৭ লাখ ৩৯ হাজার ৫৬৭টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি ১৮ লাখ ৭৫ হাজার শেয়ার, উদ্যোক্তা পরিচালক মিস উম্মে কুলসুম মান্নানের কাছে ১৪ লাখ ৩৭ হাজার ৯টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি ৫ লাখ ৭০ হাজার শেয়ার এবং কর্পোরেট পরিচালক সানম্যান সোয়েটার্সের কাছে ১২ লাখ ৪৩ হাজার ৯৪৯টি শেয়ার রয়েছে। এখান থেকে প্রতিষ্ঠানটি ৩ লাখ ৮০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

৩১ অক্টোবরের মধ্যে এই তিন উদ্যোক্তা ও কর্পোরেট পরিচালককে তাদের ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করতে হবে।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এসএমএকে/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।