ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

শেয়ারবাজার

মূল্য সংবেদনশীল তথ্য নেই রানার অটোমোবাইলসের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, জুলাই ৭, ২০১৯
মূল্য সংবেদনশীল তথ্য নেই রানার অটোমোবাইলসের

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রানার অটোমোবাইলসের শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কারণ ছাড়াই কোম্পানিটির শেয়ার দর বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

রোববার (০৭ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৩ জুন কোম্পানিটির শেয়ার দর ছিল ৭৮ দশমিক ১০ টাকা।

৩ জুলাই (বুধবার) শেয়ার দর দাঁড়ায় ১০৯ দশমিক ৩০ টাকায়। অর্থাৎ এই ৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩১.২০ টাকা বেড়েছে।

কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়াকে অস্বাভাবিক বলছে ডিএসই। এর কারণ জানাতে কোম্পানিটিকে নোটিশ দিয়েছিল। কিন্তু কোম্পানিটির পক্ষ থেকে ডিএসইকে জানানো হয়েছে, শেয়ার দর এভাবে বাড়ার জন্য তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
এসএমএকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।