ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পানে ৬ জনের মৃত্যুর মামলা গ্রেপ্তার ২, স্পিপির উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩২, অক্টোবর ১৬, ২০২৫
চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পানে ৬ জনের মৃত্যুর মামলা গ্রেপ্তার ২, স্পিপির উদ্ধার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে বিষাক্ত স্পিরিট পান করে ছয়জনের মৃত্যুর ঘটনায় মামলা দায়েরের পর দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১১৭ বোতল হোমিওপ্যাথিক ওষুধের কাজে ব্যবহৃত স্পিরিট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মামলার প্রধান আসামি খেজুরা গ্রামের মৃত বাকি শেখের ছেলে জুমাত আলী (৪৬) এবং ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের পুটি মন্ডলের ছেলে ফারুক আহমেদ ওরফে অ্যালকো ফারুক (৩৯)।

পুলিশ জানায়, গত ৯ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে ডিঙ্গেদহ বাজার এলাকায় কয়েকজন মিলে বিষাক্ত স্পিরিট পান করলে একে একে ছয়জনের মৃত্যু হয়। এ ঘটনায় ১৪ অক্টোবর মৃত লাল্টুর ছোট ভাই রাকিবুল ইসলাম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার প্রধান আসামি জুমাত আলীকে বুধবার গ্রেপ্তার করে আদালতে তোলা হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। পরে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে ফারুক আহমেদ ওরফে অ্যালকো ফারুককেও গ্রেপ্তার করা হয়।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, বিষাক্ত স্পিরিট পানে মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন আদালতে জবানবন্দি দিয়েছে। তাদের একজনের বাড়ি থেকে ১১৭ বোতল হোমিও ওষুধের কাজে ব্যবহৃত স্পিরিট জব্দ করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।