উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় সিলেট বোর্ডে এ বছর পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০২ জন।
এ বছর পূর্ণ সিলেবাসে ৬৯ হাজার ৯৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ হাজার ১৭২ জন পরীক্ষা দিয়ে পাস করে ৩৫ হাজার ৮৭১ জন। পাসকৃতদের মধ্যে ১৩ হাজার ৮৭০ জন ছাত্র ও ২২ হাজার ১ জন ছাত্রী।
এর আগে ২০২৪ সালে পাসের হার ছিল ৮৫ দশমিক ৩৯ শতাংশ। গত ৭ বছরের মধ্যে বোর্ডে এটাই সর্ব নিম্ন ফলাফল।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী সংবাদ সম্মেলন করে এই ফলাফল ঘোষণা করেন।
এনইউ/আরবি