ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

মেহেরপুরে বিল থেকে কৃষকের লাশ উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৬, অক্টোবর ১৬, ২০২৫
মেহেরপুরে বিল থেকে কৃষকের লাশ উদ্ধার 

মেহেরপুর: একজন কৃষকের লাশ উদ্ধার হয়েছে মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা বিল থেকে। ওই কৃষকের নাম আমির আলী।

 

তিনি হাড়াভাঙ্গা গ্রামের হালসানাপাড়ার সালামত আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, আমির আলী বুধবার (১৫ অক্টোবর) দুপুরে বিলে ঘাস কাটতে গিয়ে আর বাড়ি ফেরেননি। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় গ্রামবাসী রাত ১০টার দিকে মাঠে খোঁজাখুঁজি শুরু করেন।  

এক পর্যায়ে বিলে তার লাশ পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে স্ট্রোক করে আমির আলী মারা গেছেন।  

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।