বগুড়ায় অতিরিক্ত মদপানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। শুক্রবার (১০ অক্টোবর) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন দুইজনের মৃত্যু হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে একজন এবং মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে আরও একজনের মৃত্যু হয়। অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও একজন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শুক্রবার (১০ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন-শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া পুর্বপাড়া গ্রামের মিজানুর রহমান লিটন(৫০), নাছিদুল ইসলাম (২৭) ও আব্দুল মানিক(২৫) ও আব্দুল্লাহ আল কাফী (৩০)।
হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তি হচ্ছেন একই গ্রামের রঞ্জু মিয়া (২৮)। তারা সবাই পেশায় অটোরিকশা চালক।
শাজাহানপুর থানার ওসি জানান, গত ২ অক্টোবর শারদীয় দুর্গাপূজার দশমীর দিন সন্ধ্যায় বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালা পুজা মণ্ডপের পাশে বেলতলায় কয়েকজন একসঙ্গে মদপান করেন। পরে বাড়িতে গিয়ে সবাই অসুস্থ হয়ে পড়লে বাড়িতেই চিকিৎসা করানো হয়। কিন্তু তাদের শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন পর্যায় ক্রমে তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মিজানুর রহমান মন্ডল মারা যান। এরপর বৃহস্পতিবার রাতে মারা যান নাছিদুল ইসলাম। শুক্রবার দুপুরে মারা যান আব্দুল মানিক এবং বিকেলে মারা যান আব্দুল্লাহ আল কাফী। এখনও হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছে।
ওসি বলেন, মৃতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেএইচ