ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

চেকপোস্টে ট্রাক আটকানোয় শ্রমিকদের হামলা, ৫ পুলিশ সদস্য আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৯, অক্টোবর ৫, ২০২৫
চেকপোস্টে ট্রাক আটকানোয় শ্রমিকদের হামলা, ৫ পুলিশ সদস্য আহত

সিলেট: জেলার সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে চেকপোস্টে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলা করেছেন শ্রমিকরা। এই ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার (৫ অক্টোবর) উপজেলা পরিষদ ফটকের সামনের চেকপোস্টে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অবৈধ বালু-পাথর পরিবহনের বিরুদ্ধে নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে আসছিল পুলিশ। প্রতিদিনের মতো রোববার সকালে ১১টায় থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আব্দুল হামিদের নেতৃত্বে চেকপোস্টে বালু ও পাথরবোঝাই দুটি ট্রাক আটক করা হয়। এগুলোর বৈধ কাগজ দেখাতে গিয়ে বাকবিতণ্ডায় জড়ান ট্রাক চালকরা। এর কিছুক্ষণ পর সাদাপাথর পরিবহনের একটি বাসে করে অন্তত অর্ধশত লোকজন এসে পুলিশের ওপর হামলা করে ট্রাক দু’টি ছিনিয়ে নেয়।

তাদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হন। এরা হলেন থানার এএসআই আব্দুল হামিদ, কনস্টেবল আজিজুর রহমান, দীপংকর হাজং, শহীদ আহমেদ ও মাসেক মিয়া।

উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা এ হামলা চালান বলে জানিয়েছে পুলিশ। পরে আহতদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, বালু ও পাথর বোঝাই দুটি ট্রাক আটকে বৈধ কাগজপত্র দেখাতে বললে চালকরা ক্ষিপ্ত হয়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদকে খবর দেন। কিছুক্ষণ পর মাহফুজের নেতৃত্বে দুই গাড়ি শ্রমিক এসে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা করে গাড়ি নিয়ে যায়।  

তিনি বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।  

এ বিষয়ে ট্রাক ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।  

এনইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।