নাটোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে সুজন কুমার (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নাটোর-দয়রামপুর আঞ্চলিক সড়কের দিয়ারভিটা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, দুর্ঘটনা সকালে ঘটলেও বৃষ্টিপাতের কারণে বিষয়টি কেউ জানতে পারেনি। দুপুরের দিকে স্থানীয় লোকজন সড়কের পাশে মোটরসাইকেল ও পুকুরে হেলমেট ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। এসময় পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত সুজন কুমার লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের ফুলবাগান এলাকার সুনিল কুমারের ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান বাংলানিউজকে জানান, সুজন কুমার গতকাল বিকেলে মোটরসাইকেল নিয়ে নওগাঁ জেলা আত্রাইয়ে আত্মীয়ের বাড়িতে যান। নিজ বাড়িতে ফিরে আসার জন্য আজ সকাল সাড়ে ৭টার দিকে রওনা হন তিনি।
পরে সকাল সাড়ে ৮টার দিকে দিয়ারভিটা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে সুজন পুকুরে পড়ে যায়। এসময় মোটরসাইকেলটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুপুর ২টার দিকে স্থানিয়রা প্রথমে পুকুরে সুজনের ব্যবহৃত হেলমেট দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে ওই পুকুরে সুজনের মরদেহ ভেসে ওঠে।
খবর পেয়ে পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
আরএ