ঢাকা, মঙ্গলবার, ১৪ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

আড়াইহাজারে গণপিটুনিতে শীর্ষ সন্ত্রাসী সোহেল নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৬, সেপ্টেম্বর ২৯, ২০২৫
আড়াইহাজারে গণপিটুনিতে শীর্ষ সন্ত্রাসী সোহেল নিহত শীর্ষ সন্ত্রাসী সোহেল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে শীর্ষ সন্ত্রাসী ও ইউপি সদস্য সোহেল আহমেদ (৩২) নিহত হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত সোহেলে ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য ও বালিয়াপাড়া গ্রামের মকবুলের ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, সকালে গণপিটুনিতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে লাশটি থানায় আছে। থানায় তার নামে ১০-১২টা মামলা রয়েছে। লাশটি কিছুক্ষণ পরে মর্গে পাঠানো হবে।

এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।