বান্দরবানের লামায় পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেটসহ চার রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ।
রোববার (২৮ সেপ্টেম্বর) এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আটকরা হলেন— মো. হাসান (২৭), ইয়াছমিন আরা (২৪), খতিজা বেগম (৫৫) ও শাহানু আক্তার (৩৫)। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সূত্র জানায়, রোববার রাতে লামা থানাধীন ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হায়দারনাশী এলাকায় হেলাল মেম্বারের বাগানবাড়ির সামনে থেকে ইয়াবাসহ ওই চারজনকে আটক করা হয়। আটকরা কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। তারা রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার, বান্দরবানসহ বিভিন্ন এলাকায় বিক্রি করত বলে জানা গেছে।
ওই দিন রাতে তারা ফাঁসিয়াখালী ইউনিয়নের মধ্যম হায়দারনাশীতে অবস্থান করলে স্থানীয়রা আটক করে লামার কুমারী পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে লামা থানার উপ-পরিদর্শক (এসআই) জামিল আহমদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
এসআরএস