ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

প্রতিপক্ষের মারধরে কৃষক দল নেতা নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৫, সেপ্টেম্বর ২৮, ২০২৫
প্রতিপক্ষের মারধরে কৃষক দল নেতা নিহত  আব্দুল লতিফ

বরিশালের বানারীপাড়ায় রাজনৈতিক বিষয় নিয়ে তর্কে প্রতিপক্ষের মারধরে ইউনিয়ন কৃষক দলের নেতা নিহত হয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৈয়দকাঠি ইউনিয়নের করফাঘর গ্রামে এ ঘটনা ঘটে বলে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শতদল মজুমদার জানিয়েছেন।

 

নিহত আব্দুল লতিফ (৫৫) সৈয়দকাঠি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন।  

বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা জানান, আছরের নামাজ পড়ে কৃষক দল নেতা আব্দুল লতিফ করফাঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসেন। এ সময় রাজনৈতিক বিষয় নিয়ে স্থানীয় আওয়ামী লীগ কর্মী ও বর্তমানে জামায়াতে যোগ দেওয়া দেলোয়ার ঘরামীর সঙ্গে তর্ক হয়। এক পর্যায়ে দেলোয়ার ঘরামী সজোরে আব্দুল লতিফের কানের চড় দেন। এতে তিনি পড়ে যান। তখন সেখানে থাকা দেলোয়ার ঘরামীর জামাতা তুহিনসহ ৭/৮ জন এসে আব্দুল লতিফকে লাথি-কিল-ঘুষি মারেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বানারীপাড়া থানার ওসি শতদল মজুমদার জানান, রাজনৈতিক বিষয় নিয়ে তর্কে মারধরে একজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।

এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।