ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

মাদারীপুরে বসুন্ধরা ও কিং ব্র্যান্ড সিমেন্টের লার্নিং ও মাসিক সেলস সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৬, সেপ্টেম্বর ২১, ২০২৫
মাদারীপুরে বসুন্ধরা ও কিং ব্র্যান্ড সিমেন্টের লার্নিং ও মাসিক সেলস সভা বসুন্ধরা ও কিং ব্র্যান্ড সিমেন্টের লার্নিং ও মাসিক সেলস সভা

মাদারীপুরে বসুন্ধরা ও কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে লার্নিং ও মাসিক সেলস সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপী মাদারীপুর শহরের একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ সেলস অফিসার শাহজামাল সিকদার, সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শাহাদাত হোসেন, ম্যানেজার মো. হাফিজুল ইসলাম এবং জোনাল ম্যানেজার মো. মশিউর রহমান প্রমুখ।

সভায় সেলস টিমের মাসিক কার্যক্রম, বাজার সম্প্রসারণ, গ্রাহকসেবা উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, প্রতিযোগিতামূলক বাজারে টিমওয়ার্ক ও আধুনিক মার্কেটিং কৌশলের মাধ্যমেই সাফল্য অর্জন সম্ভব।

এ সময় অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ের অভিজ্ঞতা শেয়ার করেন এবং আগামী মাসের লক্ষ্যমাত্রা অর্জনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।