ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

কুমার নদে ট্রলার-স্পিডবোটে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২২, সেপ্টেম্বর ১৮, ২০২৫
কুমার নদে ট্রলার-স্পিডবোটে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া কুমার নদে স্পিডবোটে করে প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মহড়া

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে ট্রলার-স্পিডবোটে করে প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে মহড়া দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মহড়ার সময় সাউন্ড বক্সে গানের তালে তালে রামদা ও চাইনিজ কুড়াল হাতে অস্ত্র প্রদর্শন করেছে তারা।

তাৎক্ষণিক পুলিশ তাদের আটকানোর চেষ্টা করলে তারা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কুমার নদে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গায় কুমার নদে নৌকাবাইচ হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। তবে কিশোর গ্যাংয়ের সদস্যরা ট্রলারে সাউন্ড বক্সে গান বাজিয়ে নাচ-গানের সঙ্গে দেশীয় অস্ত্রের মহড়া দেয়। এছাড়া স্পিডবোটে রামদা, চাইনিজ কুড়াল নিয়েও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে। এ সময় একটি ট্রলার ও অন্তত সাতটি স্পিডবোটে এ দৃশ্য দেখা যায়।

স্থানীয় বাসিন্দা মো. রিপন বলেন, ট্রলার ও স্পিডবোটে চড়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের নাচ-গান  ও অস্ত্র হাতে মহড়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের আটকানোর চেষ্টা করে। এ সময়  কিশোর গ্যাংয়ের সদস্যরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, কিশোর গ্যাংয়ের মহড়ার বিষয়টি জানতে পেরে আমরা তাদের আটকানোর চেষ্টা করি। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তারা আমাদের এলাকার নয়। ধারণা করা হচ্ছে, মাদারীপুরের রাজৈর থেকে ট্রলার ও স্পিডবোট ভাড়া করে এখানে এসেছিল। বিষয়টি নিয়ে রাজৈর থানায় জানানো হয়েছে। তাদের আটক করার জোর চেষ্টা চলছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।