ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

সাংবাদিক টুকুর মাগফিরাত কামনায় ঝিনাইদহ প্রেসক্লাবের দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, সেপ্টেম্বর ১৮, ২০২৫
সাংবাদিক টুকুর মাগফিরাত কামনায় ঝিনাইদহ প্রেসক্লাবের দোয়া মাহফিল

ঝিনাইদহ: সংগঠনের সাবেক সভাপতি আমিনুর রহমান টুকুর রুহের মাগফিরাত কামনায় ঝিনাইদহ প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ক্লাব সদস্য ছাড়াও প্রতিবেশিরা অংশগ্রহণ করেন।

দোয়ার আগে অনুষ্ঠিত স্মরণসভায় আলোচনা করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, নিজাম জোয়ারদার বাবলু, এম রায়হান, মাহমুদ হাসান টিপু ও আজাদ রহমান। পরে দোয়া পরিচালনা করেন মাওলানা হাসান মাহমুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি আসিফ কাজল।  

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সহ-সাধারণ সম্পাদক এম রবিউল ইসলাম রবি, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, চ্যানেল টোয়েন্টিফোরের সাদ্দাম হোসেন, একাত্তর টেলিভিশনের রাজিব হাসান, মানবকন্ঠের শাহজাহান আলী বিপাশ, বাসস প্রতিনিধি শাহজাহান নবীন, বাংলাদেশ বেতারের আহসান কবীর ও প্রয়াত আমিনুর রহমান টুকুর পরিবারের সদস্য বায়েজিদ।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।