মৌলভীবাজার জেলা বিএনপির নেতাদের সঙ্গে কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূনের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এবং আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলামকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত নেতারা।
এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু।
সাক্ষাৎকালে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপির নেতৃত্ব নির্বাচনে তৃণমূলের নেতা-কর্মীরাই ভোট দিয়ে নেতৃত্ব নির্বাচন করছেন। বিএনপি নিজের দলেও গণতন্ত্রের চর্চা করছে। তিনি নবনির্বাচিতদের উদ্দেশ্যে বলেন, “কাউন্সিলে যারা পরাজিত হয়েছেন তাদের নিয়েই সবাইকে সংগঠিত করতে হবে। মনে রাখতে হবে, পদ-পদবি একটি সাংগঠনিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। ”
এসময় জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, “দলের নেতৃত্বে যারা আসছেন তাদের দায়িত্ব হলো তৃণমূলে বিএনপিকে আরও শক্তিশালী করা। আমাদের প্রধান লক্ষ্য আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করা। তাই নবনির্বাচিত নেতাদের সততা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে কাজ করতে হবে। ”
বিবিবি/আরএ