ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

সহপাঠীকে রক্ষা করতে যেয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই স্কুলছাত্র আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১২, সেপ্টেম্বর ১৫, ২০২৫
সহপাঠীকে রক্ষা করতে যেয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই স্কুলছাত্র আহত

যশোর: সহপাঠীকে রক্ষা করতে যেয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছে যশোর মুসলিম একাডেমি স্কুলের নবম শ্রেণির দুই ছাত্র।  

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে স্কুলের পাশের এক নার্সারির সামনে এই ঘটনা ঘটে।

আহতরা হল সাজিদ ও বাইজিদ শিকদার। তাদের বয়স ১৫ বছর। শহরের ঘোপ এলাকার অধিবাসী তারা।

আহতরা জানায়, ঘটনার সময় তাদের বন্ধু আকাশকে ধরে কয়েকটি কিশোর জিলা স্কুলের দিকে নিয়ে যেতে উদ্যত হয়। তারা প্রতিবাদ করলে দুর্বৃত্তরা তাদেরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।  

খবর পেয়ে মুসলিম একাডেমির শিক্ষকরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ছুরির আঘাত তাদের পায়ে লেগেছে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।