ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

সাদাপাথর লুটের মূলহোতা শাহাব উদ্দিন গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, সেপ্টেম্বর ১৪, ২০২৫
সাদাপাথর লুটের মূলহোতা শাহাব উদ্দিন গ্রেপ্তার শাহাব উদ্দিন

সিলেটের ভোলাগঞ্জ পর্যটনকেন্দ্রের সাদাপাথর লুটপাটের মূলহোতা কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির স্থগিত সভাপতি শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরের কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে রাত ২টা ২৬ মিনিটে র‌্যাব-৯ এর মিডিয়া উইং অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব সূত্র জানায়, সাদাপাথর লুটের ঘটনায় গত মাসে কোম্পানীগঞ্জ থানায় দায়ের হওয়া একটি মামলায় শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট সাতটি মামলা রয়েছে। তাকে সিলেটের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ১১ আগস্ট রাতে শাহাব উদ্দিনের বিরুদ্ধে সাদাপাথর লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ ওঠে। এ ঘটনার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার সব পদ স্থগিত করা হয়। একইসঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আবদুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি ও দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া গত ৫ আগস্ট সরকারি প্রায় ১৫০ একর জমি দখলের অভিযোগে জেলা বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। পাশাপাশি সহ-সভাপতি আশিক উদ্দিনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়। তবে নানা বিতর্কিত কর্মকাণ্ড অব্যাহত রাখায় শেষ পর্যন্ত দলীয় পদ হারান তিনি। মামলায় আসামি হওয়ার পর এতদিন আত্মগোপনে থাকা শাহাব উদ্দিনকে অবশেষে গ্রেপ্তার করল র‌্যাব।

এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।