ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

গাজীপুরে বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৩, সেপ্টেম্বর ১১, ২০২৫
গাজীপুরে বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর: বকেয়া বেতন ও ভাতা পরিশোধের দাবিতে গাজীপুরে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন দিঘীরচালা এলাকায় অবস্থিত শিনইউয়েন গার্মেন্টস কোং লিমিটেড (বুলবুল নিটিং) কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করেন।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, ওই কারখানার শ্রমিকদের আগস্ট মাসের বেতন ও নাইট বিল এখনো পরিশোধ করেনি কর্তৃপক্ষ। বারবার আশ্বাস দিয়েও নির্ধারিত সময়ে বেতন না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা।

সকালেই শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট। চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা।

খবর পেয়ে বাসন থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিতে চেষ্টা করে। কিন্তু শ্রমিকরা পুলিশের অনুরোধ না মানায় লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়।

বাসন থানার উপপরিদর্শক (এসআই) সজীব হাসান বাংলানিউজকে বলেন, শ্রমিকদের আগস্ট মাসের বেতন গতকাল (১০ সেপ্টেম্বর) পরিশোধের কথা ছিল। কিন্তু মালিকপক্ষ তা দেয়নি। কারখানা মালিকের ফোন বন্ধ থাকায় ম্যানেজমেন্টও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করে, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।