ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

আশাশুনিতে সড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৮, সেপ্টেম্বর ৩, ২০২৫
আশাশুনিতে সড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে সড়কের পাশ থেকে বিজন কুমার দে (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুধহাটা ইউনিয়নের চুমুরিয়া গ্রামের একটি সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিজন কুমার দে পার্শ্ববর্তী পাইথালী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন চিৎকার শুরু করেন। খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন এবং থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

 

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।