ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

দিনাজপুরে বাস উল্টে জমিতে, গণঅধিকারের ফারুকসহ আহত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৪, আগস্ট ২৪, ২০২৫
দিনাজপুরে বাস উল্টে জমিতে, গণঅধিকারের ফারুকসহ আহত ১২ ছবি: ফারুক হাসানের ফেসবুক অ্যাকাউন্ট

দিনাজপুরে হেরিটেজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে জমিতে পড়ে গেছে। এতে গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসানসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

 

রোববার (২৪ আগস্ট) সকালে জেলার আমবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা হেরিটেজ পরিবহনের বাসটি দিনাজপুরের উদ্দেশ্যে আসছিল। পথে আমবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে রাস্তার পাশের জমিতে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে ১২ জন আহত হন।

আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের চালক ঘুম ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন, তখন স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি উল্টে জমিতে পড়ে যায়। আহতদের মধ্যে গণঅধিকার পরিষদের নেতা ফারুক হাসানও রয়েছেন। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক প্রশান্ত কুমার রায় বলেন, আমরা এখন পর্যন্ত চারজন রোগীকে চিকিৎসা দিয়েছি।

এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।