কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে চারটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড তাজা কার্তুজসহ এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টায় মাতারবাড়ী কোস্টগার্ডের একটি দল কক্সবাজারের মহেশখালী থানাধীন ধলঘাট পানিরছড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড তাজা কার্তুজসহ এক ব্যক্তি আটক করা হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ডের এ ধরনের অভিযান চলবে।
এসআই