ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

সারাদেশ

ফ্যাসিস্টের দোসররা প্রকাশ্যে: গ্রেপ্তার দাবিতে যশোরে মশাল মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৪, আগস্ট ২১, ২০২৫
ফ্যাসিস্টের দোসররা প্রকাশ্যে: গ্রেপ্তার দাবিতে যশোরে মশাল মিছিল

যশোর: শহরের চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও পতিত ফ্যাসিস্টের দোসরদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মশাল মিছিল করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা রাতে শহরের আর এন রোড থেকে মিছিলটি শুরু হয়।

এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে লালদিঘির পাড়ে জেলা বিএনপি কার্যালয়ে যেয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।  

নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা শান্তির শহর যশোরকে সন্ত্রাসী জনপদে পরিণত করেছিল। ফ্যাসিস্টের পতনের পর এসব দুর্বৃত্ত সাময়িকভাবে আড়ালে চলে গেলেও প্রশাসনের নির্লিপ্ততায় তারা আবার ফিরতে শুরু করেছে। বর্তমানে ফ্যাসিস্টের দোসর, চিহ্নিত সন্ত্রাসী ও মাদকের কারবারিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিস্টের আশ্রিত চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীরা লাগামহীন। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে ফ্যাসিস্ট এবং তাদের দোসররা যশোরে অশান্তিু সৃষ্টি করছে। ফলে অবিলম্বে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তা না হলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে।  

আর প্রশাসন যদি এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ না করে তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি দেন বক্তারা।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনছারুল হক রানা, যুগ্ম-আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল ও আরিফুল ইসলাম আরিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার রানা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি এবং সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।