সাতক্ষীরা: ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুথানের দিন সাতক্ষীরা জেলা কারাগারের তালা ভেঙে পালিয়ে যাওয়া ১১ মামলার পলাতক আসামি মো. সাইফুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২০ আগস্ট) সাতক্ষীরা শহরের চালতেতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি সদর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাইফুল ইসলাম অস্ত্র, বিস্ফোরক, নারী ও শিশু নির্যাতনসহ ১১টি মামলায় অভিযুক্ত হয়ে সাতক্ষীরা জেলা কারাগারে অন্তরীণ ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সাতক্ষীরা জেলা কারাগারের জেল রক্ষীদেরকে মারপিট করে জেল গেটের তালা ভেঙে পালিয়ে যায় সে। তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআরএম