কক্সবাজার: কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রোহিঙ্গা ক্যাম্পের চাকরিচ্যুত শিক্ষকরা। তারা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।
আন্দোলনকারী শিক্ষকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা না হলে আন্দোলন আরও ব্যাপক আকার ধারণ করবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ ও অনশন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) সকাল ৭টার দিকে সড়ক অবরোধ করেন চাকরিচ্যুত শিক্ষকেরা। বেলা ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।
অবরোধের কারণে সকাল থেকেই ব্যস্ত এই মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
কোটবাজার এলাকায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শত শত গাড়ি আটকে পড়েছে। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।
শিক্ষকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা মানবিক সংস্থার অধীনে রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা কার্যক্রমে নিয়োজিত ছিলেন। হঠাৎ করেই তাদের বিনা কারণে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে জীবিকা হারিয়ে তারা পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন।
অবরোধ ও অনশনে অংশ নেওয়া চাকরিচ্যুত শিক্ষক কায়সার উদ্দিন বলেন, বারবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোনো সুরাহা পাইনি। তাই শেষ উপায় হিসেবে আমরা সড়ক অবরোধ ও আমরণ অনশন কর্মসূচি শুরু করেছি। চাকরি ফেরত দিতে হবে, খালি ঘোষণায় বাড়ি ফেরত যাব না।
এ বিষয়ে জানতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইনের মোবাইলে একাধিকবার কল করা হয়। কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আরএইচ