ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

শ্রীপুরে অটোরিকশার চাপায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৩, আগস্ট ১৮, ২০২৫
শ্রীপুরে অটোরিকশার চাপায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত প্রতীকী ফটো

গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় জালাল উদ্দিন (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

নিহত জালাল শ্রীপুর পৌরসভার শান্তিবাগ এলাকার বাসিন্দা।

তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ছিলেন। রোববার (১৭ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।  

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ জামান জানান, শ্রীপুর থানার মোড়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন জালাল উদ্দিন। এ সময় দ্রুতগতির একটি  অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত জালাল উদ্দিন পুলিশ সদস্য ছিলেন। তিনি ২০১৮ সালের অবসরে যায়। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।  

আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।