ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

সারাদেশ

শহীদের রক্ত বৃথা যাবে না, খুনি-লুণ্ঠনকারীদের বিচার হবেই: নিতাই রায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, আগস্ট ১৬, ২০২৫
শহীদের রক্ত বৃথা যাবে না, খুনি-লুণ্ঠনকারীদের বিচার হবেই: নিতাই রায় বক্তব্য দিচ্ছেন নিতাই রায় চৌধুরী

মাগুরা: সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, শেখ হাসিনা ৩০ লাখ কোটি টাকা পাচার করেছেন এবং সাড়ে ১৪শ মানুষ হত্যা করেছেন। গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন।

তিনি বলেছেন, বিনা ভোটে পাশ করা মেয়র, এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগের নেতারা পালিয়েছেন। এখন স্বৈরাচার আওয়ামী লীগের পতন হয়েছে। শহীদের রক্ত বৃথা যাবে না, খুনি ও দেশের লুণ্ঠনকারীদের বিচার হবেই।  

শনিবার (১৬ আগস্ট) দুপুরে জেলার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের পাথারঘাটা গ্রামের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী এ কথা বলেন।

তিনি বলেন, গত ১৬ বছর মানুষ ভোট দিতে পারেনি। স্বৈরাচার আওয়ামী লীগ দেশের মানুষকে জিম্মি করে কোটি কোটি টাকা লুণ্ঠন করে পালিয়েছে। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, তাই এখন থেকেই নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

নিতাই রায় চৌধুরী অভিযোগ করে বলেন, সারাদেশে স্বৈরাচার আওয়ামী লীগ গরিব মানুষদের পিয়ন (সহকারী) ও নাইটগার্ড (নৈশপ্রহরী) পদে চাকরি দেওয়ার কথা বলে মাথাপিছু ৮ থেকে ১০ লাখ টাকা নিয়েছে। অনেকের ভিটা-বাড়ি বিক্রি করিয়ে টাকা নিলেও চাকরি দেয়নি।

তিনি শহীদ মশিউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, শালিখার মাটিতে শহীদ মশিউর রহমানের হত্যাকারীদের বিচার হবেই।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সদস্য রুনা সালাম।  

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান চকলেট, মহিলা দলের নেত্রী ও ইউপি সদস্য হাসিনা খাতুন। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও জাসাসের নেতারা উপস্থিত ছিলেন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।