ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

সারাদেশ

ঝিনাইদহে মোটর-বাইসাইকেলের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৩, আগস্ট ১৪, ২০২৫
ঝিনাইদহে মোটর-বাইসাইকেলের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত নিহত আরাফাত হোসেন (বায়ে) ও শিহাব উদ্দিন

ঝিনাইদহ: মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঝিনাইদহে আরাফাত হোসেন (১৭) ও শিহাব উদ্দিন (১৪) নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) রাতে ঝিনাইদহ সদর উপজেলার দড়িগোবিন্দপুরে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

নিহত শিহাব দড়িগোবিন্দপুর গ্রামের ইমরান হোসেনের ছেলে এবং আরাফাত একই গ্রামের কোরবান আলীর ছেলে।  

আরাফাত ঝিনাইদহ শহরের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র ও শিহাব কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

নিহতের স্বজনরা জানান, রাত ৮টার দিকে শিহাব ও আরাফাত মোটরসাইকেলে পার্শ্ববর্তী বওড়াতলা বাজারে যাচ্ছিল। পথে দড়িগোবিন্দপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও বাইসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে শিহাব, আরাফাত ও বাইসাইকেল চালককে ফরিদপুরে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে যাওয়ার পথে শিহাব মারা যায়। পরে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যায় আরাফাত।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, অতিরিক্ত গতিতে   বাইক চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে । তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় দুই জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

এ ঘটনায় থানায় পৃথক দুটি ডায়েরি করা হয়েছে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।