ঢাকা, শনিবার, ১৪ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

সাংবাদিক তুহিন হত্যা: দোষ স্বীকার করে একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, আগস্ট ১১, ২০২৫
সাংবাদিক তুহিন হত্যা: দোষ স্বীকার করে একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফাইল ফটো

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় রিমান্ডে থাকা সাত আসামির মধ্যে একজন নিজের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার (১১ আগস্ট) দুপুরে নিজের দোষ স্বীকার করে গাজীপুর মেট্রোপলিটন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন।

 

ওই আসামি হলেন, কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ ভূঁইয়ার ছেলে মো. শাহজালাল (৩২)।  

আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে সাতজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া। রিমান্ড শেষে দুপুরে তাদের গাজীপুর মেট্রোপলিটন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক ওমর হায়দারে আদালতে নেওয়া হয়। এ সময় আসামি শাহজালাল হত্যার সঙ্গে জড়িত এবং নিজের দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত ওই সাত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী জানান, রিমান্ডে নেওয়া সাতজন আসামির মধ্যে শাহাজালাল হত্যাকাণ্ডের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।  

এর আগে ৭ আগস্ট রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।  

আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।