ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

নাটোরে পানিতে ডুবে নানি-নাতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, আগস্ট ১০, ২০২৫
নাটোরে পানিতে ডুবে নানি-নাতির মৃত্যু নাটোরের মানচিত্র

নাটোরের লালপুর উপজেলায় পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে নানি ও নাতির মৃত্যু হয়েছে। রোববার (১০ আগস্ট) দুপুর ২টার সময় উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের সাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- সাদিপুর গ্রামের নূর মোহাম্মদের মেয়ে মানু বেগম (৫৫) ও তার নাতি আল আমিন (০৮)। আল আমিন একই উপজেলার পালিদাহ গ্রামের ফারুক হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে মানু বেগম নাতি আল আমিনকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজ নিতে বিকেল সাড়ে ৩টার দিকে পুকুর পাড়ে যান।

সেখানে মানু বেগমকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে একই পুকুরে খোঁজাখুঁজি করে শিশু আল আমিনের লাশ উদ্ধার করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।