ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

সারাদেশ

মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১১, আগস্ট ১০, ২০২৫
মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে জারিপ হাওলাদার নামে তিন বছর বয়সী এক শিশু মারা গেছে।  

রোববার (১০ আগস্ট) দুপুরে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষের চর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জারিপ একই এলাকার সিরাজ হাওলাদারের ছেলে।

জানা গেছে, বেলা ১২টার দিকে জারিপ বাড়ির কয়েকজন শিশুর সঙ্গে উঠানে খেলা করছিল। এ সময় অসাবধানতাবশত শিশুটি পাশের পুকুরের পাড়ে গিয়ে দাঁড়ায়।  

হঠাৎ পা পিছলে পুকুরের পানিতে তলিয়ে যায় সে। এ সময় অন্য শিশুরা জারিপকে পুকুরের পানিতে ডুবতে দেখে আশেপাশের লোকজনকে দ্রুত ডেকে আনে। পরে পুকুরে তল্লাশি চালিয়ে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।