তরিকুল ইসলাম নামে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা ও সৌদি আরব প্রবাসীকে অপহরণ করে সোয়া ১০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম সফিকুল ওরফে ওয়ারিশ মিয়া।
মঙ্গলবার (২৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি বলেন, সোমবার দিনগত রাতে বান্দরবানের রাঙামাটি থেকে সফিকুলকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বরাত দিয়ে ওসি বলেন, চলতি বছরের ২১ মার্চ বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা ও প্রবাসী তরিকুল ইসলামকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে সৌদি আরবেই আটকে রাখে একদল ব্যক্তি। তারপর তরিকুলের পরিবারের সদস্যদের ফোন দিয়ে নির্যাতনের খবর জানিয়ে কয়েক দফায় মোবাইল ব্যাংকিং এবং নগদসহ মোট সোয়া ১০ লাখ টাকা আদায় করে। মুক্তিপণের টাকার কিছু অংশ বাকেরগঞ্জের বিভিন্ন দোকান থেকে তোলা হয়েছে।
এই ঘটনায় ভুক্তভোগী তরিকুলের বাবা আক্কাছ গাজী গত ২২ এপ্রিল বাকেরগঞ্জ থানায় কুমিল্লার বাসিন্দা সফিকুল ওরফে ওয়ারিশ মিয়ার ছেলে বাবু ওরফে তারা মিয়াকে (৩০) একমাত্র নামধারী ও অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করেন।
সেই মামলায় অভিযান চালিয়ে পুলিশ প্রধান আসামির বাবা সফিকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এমএস/এমজে