ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

সারাদেশ

আবারও গণতন্ত্র রুদ্ধ করার অপচেষ্টা চলছে: অমিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৭, জুলাই ১৯, ২০২৫
আবারও গণতন্ত্র রুদ্ধ করার অপচেষ্টা চলছে: অমিত বক্তব্য দিচ্ছেন অনিন্দ্য ইসলাম অমিত

যশোর: বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, রক্তস্নাত জুলাইয়ের এক বছর পার হয়ে গেলেও দেশের মানুষ এখনো ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে। মানবাধিকার ও আইনের শাসন এখনো প্রতিষ্ঠিত হয়নি।

তিনি বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী লড়াই যেন ব্যর্থ না হয়, এটাই আমাদের আজকের অঙ্গীকার। দেশি-বিদেশি চক্রান্তের জালে আবারও গণতন্ত্র রুদ্ধ করার অপচেষ্টা চলছে। তবে বিএনপি জনগণের মালিকানা পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবে।

শুক্রবার যশোর জেলা বিএনপির উদ্যোগে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও মৌন মিছিল শেষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে অনিন্দ্য ইসলাম বলেন, শেখ হাসিনা গণতন্ত্রকে ধ্বংস করে দেশে একনায়কতন্ত্র কায়েম করেছেন। আজকের এই বর্ষপূর্তিকে একটি জাতীয় উৎসব হিসেবে উদযাপন করা যেত, যদি জনগণের অধিকার ও ভোট ফিরিয়ে দেওয়া হতো।

বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে সরকারের অশালীন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান সম্পর্কে কটূক্তি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। তবুও আমরা ধৈর্য ও সংযম বজায় রেখেছি। এই ষড়যন্ত্রের জবাব হবে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে।

দোয়া মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপি সভাপতি রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে জেলা বিএনপি কার্যালয় থেকে কালো ব্যাজ ধারণ করে একটি মৌন মিছিল বের হয়। মিছিলটি বঙ্গবাজার, চৌরাস্তা মোড়, আর এন রোড হয়ে মণিহারে গিয়ে শেষ হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোশারফ হোসেন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।