ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

সারাদেশ

৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি, জরিমানা ৫০ হাজার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৩, জুলাই ১৩, ২০২৫
৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি, জরিমানা ৫০ হাজার ফার্মেসিতে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান

কুমিল্লা: ৯ টাকার একটি ওষুধ ৮০ টাকায় বিক্রি করার দায়ে কুমিল্লা নগরীতে সাহ মেডিকেল হল নামে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

রোববার (১৩ জুলাই) সকালে নগরীর রাজগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, সাহ মেডিকেল হল নির্ধারিত খুচরা মূল্য উপেক্ষা করে রোগীদের কাছে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করছে। এমন কাজ ভোক্তার সঙ্গে প্রতারণার শামিল। এমন খবর পেয়ে রোববার কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া অভিযানে যান। এসময় অতিরিক্ত মূল্য রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অভিযানে সহায়তা করেন কুমিল্লা জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন ও কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।

জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, এ ধরনের প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনস্বার্থে কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন স্থানে আমাদের অভিযান অব্যাহত থাকবে।  
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।