ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

সারাদেশ

এক সপ্তাহ পর ফের মধ্যপাড়ায় পাথর উত্তোলন শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, জুলাই ১০, ২০২৫
এক সপ্তাহ পর ফের মধ্যপাড়ায় পাথর উত্তোলন শুরু মধ্যপাড়া পাথর খনি। সংগৃহীত ছবি

নীলফামারী: আটদিন পাথর উত্তোলন বন্ধ থাকার পর দেশের একমাত্র দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে আবারও পাথর উত্তোলন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) খনির প্রথম শিফটে শ্রমিকরা আবারও পাথর উত্তোলনের কাজ শুরু করেন।

ফলে এলাকাটি আবার কর্মচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে।

এর আগে শ্রমিকদের কিছু অনৈতিক ও অযৌক্তিক দাবিকে কেন্দ্র করে খনিতে উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ পরিপ্রেক্ষিতে গত ২ জুলাই রাতে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেড কনসোর্টিয়াম (জিটিসি) ও জার্মানিয়া করপোরেশন লিমিটেড (জিসিএল) এক নোটিশের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য খনির কার্যক্রম বন্ধ ঘোষণা করে। ফলে গত ৩ জুলাই সকাল থেকে খনিতে পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ হয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জিটিসির নিয়োগকৃত কিছু শ্রমিক ধর্মঘটের ডাক দেন এবং জোর করে অন্য শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেন। এতে ভূগর্ভস্থ খনির কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয় এবং নিরাপত্তার আশঙ্কায় বিদেশি বিশেষজ্ঞরাও খনিতে প্রবেশে অনীহা প্রকাশ করেন।

এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতারা, খনি কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা একাধিক বৈঠক করেন। এরই ধারাবাহিকতায় ৯ জুলাই দুপুরে এক সমঝোতা বৈঠকে উভয়পক্ষের মধ্যে মতৈক্য হলে খনির পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) সৈয়দ রফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) প্রকৌশলী ডি এম জোবায়েদ হোসেন বলেন, জিটিসি ও শ্রমিকদের মধ্যে সমঝোতার ভিত্তিতে বৃহস্পতিবার  সকাল ৮টা থেকে পাথর উত্তোলন পুরোদমে শুরু হয়েছে। শ্রমিকরাও কাজে যোগ দিয়েছেন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।