ঝিনাইদহ: জুলাই গণঅভ্যুত্থানের শোক, বর্ষপূর্তি ও শহিদদের স্মরণে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহে। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন।
বৃহস্পতিবার (০৩ জুলাই) বেলা ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে এ রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর জেলা সভাপতি ডাক্তার হাসানুজ্জামানের সভাপতিত্বে রক্তদান ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ।
অন্যান্য অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার কামরুজ্জামান, ড্যাবের জেলা সহ-সভাপতি ডাক্তার আব্দুল খালেক, জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আক্তারুজ্জামান, এনামুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহজাহান, আসিফ ইকবাল মাখন, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু।
এছাড়া, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে সংগৃহীত রক্ত ঝিনাইদহ সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে জমা দেওয়া হয়।
এসএইচ