ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

সারাদেশ

রামগড় সীমান্তে এক পরিবারের ৫ সদস্যকে পুশ ইন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৭, মে ২২, ২০২৫
রামগড় সীমান্তে এক পরিবারের ৫ সদস্যকে পুশ ইন

খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে একই পরিবারের পাঁচ সদস্যকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২২ মে) ভোরে ফেনীরকুল চর সীমান্ত দিয়ে তারা দেশে প্রবেশ করেন।

স্থানীয়রা জানান, সীমান্ত পেরিয়ে ওই পরিবারটি রামগড়ের সোনাইপুল বাজার এলাকায় পৌঁছালে তাদের দেখে স্থানীয়রা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের খবর দেন। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেন।

পরিচয় অনুযায়ী, পুশ ইন হওয়া ব্যক্তিরা হলেন—মো. উম্মেদ আলী (৪২), তার স্ত্রী সেলিনা বেগম (৩৫), এবং তাদের তিন কন্যা রুমি খাতুন (১৫), রুম্পা খাতুন (১২) ও সুমামিয়া খাতুন (৮)। তারা সবাই দীর্ঘদিন ধরে ভারতের গুজরাট রাজ্যে বসবাস করছিলেন।

জানা গেছে, গুজরাট থেকে প্রথমে বিমানে এবং পরে বাসে করে তাদের ত্রিপুরায় নেওয়া হয়। এরপর হাত ও চোখ বেঁধে সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে এনে নামিয়ে দেওয়া হয়।

রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুশ ইন হওয়া পাঁচজন বর্তমানে বিজিবি ও পুলিশের হেফাজতে রয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রশাসন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।