জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় তেলবাহী একটি ট্রেনের লরি লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে চার ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (২১ মে) রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাট রেলস্টেশন মাস্টার নাহিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি তেলবোঝাই ট্রেন রাত সাড়ে ৯টায় জয়পুরহাট রেলস্টেশন ত্যাগ করে। কিছু সময় পরই পুরানাপৈল রেলগেটের উত্তরে ট্রেনটির একটি লরি লাইনচ্যুত হয়। এতে জয়পুরহাট হয়ে পার্বতীপুর-সান্তাহারসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস এবং পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে।
রাত আড়াইটার দিকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত লরিটি অপসারণ করে এবং ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এসআইএস