হবিগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার মামলায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আবুল কাশেম শিবলুকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার দাউদনগর বাজারে অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
শিবলু এ উপজেলার পশ্চিম বড়চর গ্রামের প্রয়াত আব্দুস সাত্তারের ছেলে ও বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি।
শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন জানান, ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে হামলায় অভিযুক্ত শিবলু আওয়ামী লীগ পতনের পরপর আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) কারাগারে পাঠানো হবে।
জেএইচ