ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

সারাদেশ

মাগুরায় প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৮, মে ১৯, ২০২৫
মাগুরায় প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত

এতে আহত হয়েছেন তিনজন। রোববার (১৮ মে) রাতে সদর উপজেলার আলোকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম হাসান শেখ (১৮)। আহতরা হলেন শিপন শেখ (২৭), মিজান শেখ (৪০) ও পাঞ্জু শেখ (৪০)।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে আলোকদিয়া গ্রামের মানসিক ভারসাম্যহীন রিপন ও প্রতিবেশী আলম মোল্লার ছেলে রাজিবের মধ্যে সিগারেট চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এরপর রিপনের লোকজন রাজীবদের বাড়িতে গেলে রাজীবের ভাই আলামিন কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো চুরি দিয়ে রিপনের চাচাতো ভাই হাসান শেখ, পাঞ্জু শেখ, মিজান শেখ ও শিপন শেখের বুকে-পেটে এলোপাতাড়ি আঘাত করেন। এ অবস্থায় আহতদের মাগুরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনার পর থেকে রাজীব ও তার পরিবারের সদস্যরা পলাতক।

ওসি আরও জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।