ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

সারাদেশ

মৃত্যুর ৩ মাস পর দেশে এলো প্রবাসী আলমের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫০, মে ১৭, ২০২৫
মৃত্যুর ৩ মাস পর দেশে এলো প্রবাসী আলমের মরদেহ নুর আলম

মৃত্যুর ৩ মাস পর সৌদি প্রবাসী নুর আলম খানের (৩৬) মরদেহ পেল তার স্বজনরা।  

শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টায় ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

নুর আলম গোবিন্দপুর গ্রামের উমর আলী খানের ছেলে।  

জানা যায়, ছেলে-মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ২০২৪ সালের শেষের দিকে সৌদি আরবে পাড়ি জমান নুর আলম খান। দুই মাসের মাথায় ২০ জানুয়ারি সৌদি আরবের রিয়াদে তিনি সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। পরে তাকে রিয়াদ ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। জীবন বাঁচাতে এ সময় তার দুটি পা কেটে ফেলেন চিকিৎসকরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ ফেব্রুয়ারি তিনি মারা যান। মৃত্যুর খবরে তার বাড়িতে নেমে আসে শোকের মাতম।

নিহতের আত্মীয় মাহফুজ খান বলেন, ধার-দেনা করে বিদেশ গিয়েছিল আমার ভাইরা-ভাই নুর আলম খান। পৈতৃক ভিটা বাদে তার কোনো জমি নেই। তার মৃত্যুতে স্ত্রী সন্তানের ভবিষ্যত এখন অনিশ্চিত। কে দেখবে এদের।  

তিনি বলেন, নুর আলম প্রবাসে মারা যাওয়ার তিন মাস পর মরদেহ দেশে এলো। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মরহুমের জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।